নিউজ পেপার পিএইচপি সাইড। এই থিমটি দিয়ে আপনারা অনলাইন নিউজ পেপার (পিএইচপি) হিসেবে পরিচালনা করতে পারবেন।
কেন আমাদের থিম কিনবেন?
আমরা কোন ফ্রি থিম কাস্টমাইজ করে থিম বানাই না অথবা কোন থিম কিনে এনে সেটা বিক্রি করি না। আমাদের থিমগুলো এ থেকে জেড পর্যন্ত আমাদের তৈরী। আমাদের থিমের এডমিন প্যানেল সবার থেকে আলাদা। যা খুব সহজেই ব্যাবহার করা যায়।
বিভিন্ন পেমেন্ট পদ্ধতিতে আমাদের পেমেন্ট করতে পারবেন। আমরা মোবাইল ব্যাংকিং যথাক্রমে :- বিকাশ, রকেট, এম ক্যাশ, নগদ এবং মাই ক্যাশ। অনলাইন ব্যাংকিং যথাক্রমে :- ভিসা কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ব্র্যাক ব্যাংক, ডিবিবিএল নেক্সাস, সিটি ব্যাংক, এশিয়া ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক। এছাড়াও ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংকে চেকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
থিম সেটআপে কোন প্রবলেম হলে টিকেট, ই-মেইল, চ্যাট এবং ম্যাসেজের মাধ্যমে প্রবলেম আমাদের জানাতে পারবেন আমরা তাৎক্ষনিক সমাধান দেয়ার চেষ্টা করবো। খুব জরুরী সমাধানের জন্য আমাদের মোবাইলও করতে পারবেন।
থিম ছাড়াও আপনি চাইলে সম্পূর্ণ সার্ভিসটি আমাদের থেকে নিতে পারবেন। যেমন ডোমেইন রেজিষ্ট্রেশন এবং ওয়েব হোস্টিং। এক জায়গা থেকেই আপনি সব সার্ভিস পাবেন।
মুল্য :